১১২ পদে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি

আপনি কি বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন নিয়োগ ২০২৪ বিজ্ঞপ্তি খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক ওয়েব সাইটে প্রবেশ করেছেন । আমরা এই সাইটে নিয়মিত চলমান সকল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি। তাই আপনি যদি বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে পারেন। এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে। এখানে সকল নিয়োগ পরীক্ষার সময়-সূচি প্রকাশিত হয়।

বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (BFIDC Job Circular 2024) প্রকাশিত হয়েছে। বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন নিয়োগটি তাদের bfidc.teletalk.com.bd অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করেছে ২১ মে ২০২৪ তারিখে। ০৬ টি পদে মােট ১১২ জন লােক নিয়ােগ দেওয়া হবে। বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন জব সার্কুলার ২০২৪ আগ্রহী নারী পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

এক নজরে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীন একটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান। ১৯৫৯ সনের ৩ অক্টোবর তারিখে প্রকাশিত ৬৭ নং অধ্যাদেশ বলে বর্তমান বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন (BFIDC) প্রতিষ্ঠিত হয়। এটি দেশের অন্যতম প্রাচীন রাষ্ট্রায়ত্ত সংস্থা। এর প্রধান কার্যালয় ৭৩, মতিঝিল বাণিজ্যিক এলাকায় নিজস্ব ভবনে অবস্থিত। ১৯৬০-৬১ সনে কাপ্তাইস্থ কাঠ (লগ) আহরণ প্রকল্পের মাধ্যমে বিএফআইডিসি’র যাত্রা শুরু হয়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ১৯৬১-৬২ সালে বনবিভাগ হতে কর্পোরেশনের কাছে দেশের রাবার চাষ ও এর উন্নয়নের কার্যক্রম ন্যস্ত করা হয়।

কর্পোরেশনের লক্ষ্য ও উদ্দেশ্যঃ

১। দেশের প্রত্যন্ত অঞ্চল হতে বনজ সম্পদ যান্ত্রিক উপায়ে আহরণ।
২। কাঠ ভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা।
৩। কাঠের টেকসই, সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণ
৪। রাবার বাগান সৃজন।৫। কাঁচা রাবার উৎপাদন ও বিপণন।
৬। কর্মসংস্থান ও দারিদ্র বিমোচন।
৭। জীবন-যাত্রার মান উন্নয়ন ও জাতীয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখা।

প্রতিষ্ঠানের নামবাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন
নিয়োগ প্রকাশের তারিখ২১ মে ২০২৪
পদের সংখ্যা১১২ টি
বয়সসীমা১৮ -৩০ বছর।
চলমান নিয়োগ০৬ টি
চাকরির ধরনসরকারি
অফিসিয়াল ওয়েব সাইটbfidc.teletalk.com.bd
আবেদনের মাধ্যমঅনলাইনে
আমাদের ওয়েব সাইটsobchakri.com
নিয়োগ প্রকাশের সূত্র
আবেদন শুরু২৭ মে ২০২৪
আবেদন শেষ১৩ জুন ২০২৪
আবেদনের ঠিকানাbfidc.teletalk.com.bd

BFIDC নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ পদের নাম বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা

পদের নামঃ সহকারী হিসাব কর্মকর্তা ।

পদের সংখ্যাঃ ১৯টি

গ্রেডঃ ১১

বেতন স্কেলঃ ১২৫০০-৩০২৩০/- টাকা।

শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ এম. কম (স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর) অথবা ৩ বছরের অভিজ্ঞতাসমেত বি.কম. ডিগ্রী (স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক)।

পদের নামঃ সহকারী মাঠ তত্ত্বাবধায়ক ।

পদের সংখ্যাঃ ৩৭টি

গ্রেডঃ ১২

বেতন স্কেলঃ ১১৩০০-২৭৩০০/-

শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ দ্বিতীয় বিভাগে বিএসসি (স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞানে স্নাতক), বি-এজি ডিগ্রী (স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বি.এসসি. এজি.)।

পদের নামঃ উচ্চ বিভাগীয় সহকারী (প্রশাসন)।

পদের সংখ্যাঃ ১৪টি

গ্রেডঃ ১৪

বেতন স্কেলঃ ১০২০০-২৪৬৮০/-

শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রীধারী। অভিজ্ঞতা থাকিলে অগ্রাধিকার দেওয়া হবে।

পদের নামঃ উচ্চ বিভাগীয় সহকারী (হিসাব)।

পদের সংখ্যাঃ ১৫টি

গ্রেডঃ ১৪

বেতন স্কেলঃ ১০২০০-২৪৬৮০/-

শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ বি.কম. ডিগ্রী (স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে স্নাতক)। অভিজ্ঞতা থাকিলে অগ্রাধিকার দেওয়া হবে।

পদের নামঃ নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (প্রশাসন)।

পদের সংখ্যাঃ ১৪টি

গ্রেডঃ ১৬

বেতন স্কেলঃ ১০২০০-২৪৬৮০/-

শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ ন্যূনতম এইচ.এস.সি।

টাইপে প্রতি মিনিটে ইরেজি ও বাংলায় যথাক্রমে ৩০ ও ২০ শব্দের গতি। অভিজ্ঞ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।

পদের নামঃ নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (হিসাব)।

পদের সংখ্যাঃ ১৩টি

গ্রেডঃ ১৬

বেতন স্কেলঃ ১০২০০-২৪৬৮০/-

শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ টাইপে প্রতি মিনিটে ইরেজি ও বাংলায় যথাক্রমে ৩০ ও ২০ শব্দের গতি সম্পন্ন তৎসহ এইচ.এস.সি (বাণিজ্য)।

যে সকল জেলার প্রার্থীগন দরখাস্ত করতে পারবেনঃ

মাদারীপুর, ময়মনসিংহ, নড়াইল, বরগুনা জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম শারিরীক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

বাংলাদেশ-বনশিল্প-উন্নয়ন-কর্পোরেশন-নিয়োগ-বিজ্ঞপ্তির অফিসিয়াল ছবি

বাংলাদেশ-বনশিল্প-উন্নয়ন-কর্পোরেশন-নিয়োগ-বিজ্ঞপ্তি

BFIDC নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ আবেদনের নিয়ম ও শর্তাবলীঃ

বিজ্ঞপ্তি জারির তারিখ হতে আবেদনকারী সকল সাধারণ প্রার্থীর বয়স ১৮-৩০ বৎসর এর মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা ও পুত্রকন্যার পুত্রকন্যা এবং শারিরীক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বৎসর। উল্লেখ্য যে, বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পত্র কন্যা ও পুত্রকন্যার পুত্রকন্যা ক্ষেত্রে বয়সসীমা ৩০ (ত্রিশ) বৎসর। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়;

অনলাইনে আবেদনের নিয়মাবলি:

বনশিল্প উন্নয়ন কর্পোরেশন চাকরির পরীক্ষায় অংশগ্রহনের জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন পূরণ করতে হবে এবং অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফআইডিসি) নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত http://bfidc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে যেভাবে সঠিকভাবে অনলাইনে আবেদন ফরম অনলাইনে পূরণ করবেন তা নিচে ধাপে ধাপে বর্ণনা করা হলো-

ভিজিট করুন http://bfidc.teletalk.com.bd ওয়েবসাইট।
“Application Form” অপশনে ক্লিক করুন।
আপনি যে পদের জন্য আবেদন করতে চান তা নির্বাচন করুন।
“Next” বোতামে ক্লিক করুন।
আপনি alljobs.teletalk.com.bd এর প্রিমিয়াম সদস্য হলে “Yes” নির্বাচন করুন অন্যথায়, “No” নির্বাচন করুন।
বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফআইডিসি) চাকরির আবেদন ফরম পেয়ে যাবেন।
সঠিক তথ্য দিয়ে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন চাকরির আবেদনপত্রটি পূরণ করুন এবং পরর্বতী ধাপে যাওয়ার জন্য “Next” বাটনে ক্লিক করুন।


আপনার সাম্প্রতিক রঙিন ছবি এবং স্বাক্ষর ছবি আপলোড করুন।
ফরম পূরণ হয়ে গেলে অবশ্যই একবার রিভাইজ করবেন তারপর “Submit” বাটনে ক্লিক করুন।
অনলাইনে সফলভাবে আবেদন সম্পন্ন করলে বনশিল্প উন্নয়ন কর্পোরেশন চাকরির আবেদন কপি ডাউনলোড করুন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য সেটি প্রিন্ট করে সংরক্ষণ করুন।
[ মনে রাখা প্রয়ােজন, আবেদন সময় প্রার্থীর একটি রঙ্গিন ছবি এবং একটি স্বাক্ষরের ছবি দরকার হবে। আবেদনের পূর্বে ছবি দুটি সঙ্গে রাখবেন। ছবির মাপ হতে হবে ৩০০ x ৩০০ পিক্সেল এবং স্বাক্ষরের মাপ হতে হবে ৩০০ x ৮০ পিক্সেল। ছবির সাইজ হতে হবে অনুর্ধ্ব ১০০ KB এবং স্বাক্ষরের সাইজ হতে হবে অনুর্ধ্ব ৬০ KB। ]

বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন নিয়োগে অনলাইনে আবেদন ফি জমাদান পদ্ধতিঃ


বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফআইডিসি) নিয়োগ ফরমটি অনলাইনে সঠিকভাবে আবেদন সম্পন্ন করলে আপনাকে যে Applicant’s Copy দেওয়া হবে সেটিতে একটি User ID পাবেন। আবেদন ফি জমা দিতে হবে এই User ID টি ব্যাবহার করে। যে কোনো Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে ০২টি SMS করে উল্লিখিত ক্রমিক ০১ ও ০২ নং পদের জন্য নিয়োগ পরীক্ষার ফিস বাবদ ৩৩৫/- টাকা, ক্রমিক ০৩ থেকে ০৬ নং পদের জন্য নিয়োগ পরীক্ষার ফিস বাবদ ২২৩/- টাকা। আবেদন ফি পরিশােধ করতে হবে SMS এর মাধ্যমে।

নিম্নোক্ত পদ্ধতিতে Teletalk Pre-paid SIM থেকে মাত্র ০২টি SMS করে আবেদন ফি জমা দিতে পারবেন। পদ্ধতিটি বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2023 থেকে নেওয়া। নিচে হুবহু তলে ধরা হলো।

১ম SMS: BFIDC <স্পেস> User ID লিখে 16222 নম্বরে Send করুন।
২য় SMS: BFIDC <স্পেস> Yes <স্পেস> PIN লিখে 16222 নম্বরে Send করুন।
বিঃদ্রঃ প্রথম SMS পাঠানোর পর ফিরতি SMS এ আপনাকে একটা PIN নম্বর দেওয়া হবে যেটি দ্বিতীয় SMS এ ব্যবহার করবেন।

দ্বিতীয় SMS সঠিক ভাবে পাঠালে ফিরতি SMS এ আপনাকে একটি Password দেওয়া হবে যেটি User ID এর সাথে সংরক্ষণ করতে হবে। User ID এবং Password পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে কাজে লাগবে।

আরও পড়ুনঃ

৬৩৮ পদে প্রাণিসম্পদ অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

দ্রুত চাকরি পাওয়ার উপায় ও চাকরির পড়াশোনা টিপস

Leave a Comment