Buro bangladesh job circular 2023 । বুরো বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি 2023

 বুরো বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি 2023

বুরো বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি 2023

বেসরকারী সংস্থা বুরো বাংলাদেশ-এর চলমান ক্ষুদ্রঋণ কর্মসূচি পরিচালনার জন্য নিম্নে উল্লেখিত পদে বেশ কিছু কর্মী নিয়োগ দেয়া হবে। সকল প্রার্থীকে অবশ্যই সৎ, কর্মঠ, উদ্যমী এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে।

Buro bangladesh job circular 2023 । বুরো বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি 2023

আবেদনের শর্তাবলী:

  • প্রার্থীর সাথে যোগাযোগের জন্য জীবন বৃত্তান্তে অবশ্যই সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।
  • অধ্যয়নরত অথবা যাদের পরীক্ষার পাশের মূলসনদ প্রকাশিত হয়নি তাদের আবেদন করার প্রয়োজন নেই।
  • লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, স্থান ও সময় মোবাইলে সংশ্লিষ্টদের ‘SMS’ এর মাধ্যমে জানানো হবে। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবেনা। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাথে যোগাযোগ করা হবে।
  • লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সংস্থার নিয়মানুযায়ী সংস্থার ‘Foundation Training’’-এর আংশিক প্রশিক্ষণ খরচ (অফেরতযোগ্য) প্রদান করে ‘Training’ করতে হবে। সফলভাবে ‘Training’ সমাপ্তির পর সংস্থার নিয়মানুযায়ী নির্ধারিত অংকের জামানত (ফেরতযোগ্য) প্রদান এবং একজন দায়িত্বশীল পারিবারিক সম্পর্কের ব্যক্তিকে জামিনদার হিসেবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে।
  • লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লেখিত তথ্যাবলি, শিক্ষাগত যোগ্যতার সনদসহ অন্যান্য বিষয়াদি সংস্থার নিজস্ব প্রক্রিয়ায় যাচাই করা হবে। প্রদত্ত তথ্যে গরমিল পরিলক্ষিত হলে নিয়োগ বাতিল হবে।
  • পূর্বে অত্র প্রতিষ্ঠানে চাকুরী করেছেন (যে কোন পদে) এমন প্রার্থীর আবেদন করার প্রয়োজন নেই।

বেতন, ভাতা ও অন্যান্য সুবিধাদি:

  • অস্থায়ী নিয়োগের তারিখ হতে ০৬ মাস শিক্ষানবিশকাল হিসাবে বিবেচিত হবে। ০৬ মাস শেষে চাকুরী স্থায়ীকরণের পরীক্ষা নেয়া হবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চাকুরীতে স্থায়ীকরণ করা হবে। পরীক্ষার ফলাফল সন্তোষজনক না হলে ০৬ মাস শেষে চাকুরীর অবসান হবে।
  • সংস্থার নিয়মানুযায়ী উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মোবাইল ভাতা, পাহাড়ী ভাতা, দূরত্বভাতা, দ্বীপ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়িটি, ইন্স্যুরেন্স, স্বাস্থ্য তহবিল এবং লাঞ্চভাতাসহ সংস্থার চাকুরীবিধি অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।
  • শাখাসমূহে পুরুষ/মহিলাদের জন্য পৃথক আবাসিক ব্যবস্থা আছে।   
apply now

Short Summary Of BURO Bangladesh

  • Organization Name: BURO Bangladesh
  • Post Name: শাখা ব্যবস্থাপক (গ্রেড-১১
  • Published Date: 08 June 2023
  • Application Deadline: 21 June 2023
  • Salary: 36,000 BDT per month
  • Jobs Category: NGO Jobs
  • Total Post: Follow Job Circular Image
  • Total Vacancies: Follow Job Circular Image
  • Job Location: Anywhere in Bangladesh
  • Gender: Both(males and females can apply)
  • Job Source: BD Jobs
  • Application Process: Online
  • How to Apply: https://hotjobs.bdjobs.com/jobs/buro/buro48a.htm

Leave a Comment