ডাক ও টেলিযোগাযোগ বিভাগে শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

ডাক ও টেলিযোগাযোগ বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

ডাক ও টেলিযোগাযোগ বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

চাকরির সংক্ষিপ্ত তথ্যঃ

ডাক ও টেলিযোগাযোগ বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪, ০৫ এপ্রিল ২০২৪ তারিখে www.ptd.gov.bd-এ প্রকাশিত হয়েছে। এই PTD সার্কুলার ২০২৪ -এর মাধ্যমে ০৪ টি বিভাগের পোস্টের জন্য মোট ১৬ জনকে নিয়োগ দেওয়া হবে। চাকরির আবেদন ১৮ এপ্রিল ২০২৪ সকাল ১০ঃ০০ AM এ শুরু হবে এবং ১৭ মে 2024 বিকাল ৫ঃ০০ টায় শেষ হবে। PTD চাকরির আবেদনের অফিসিয়াল ওয়েবসাইট হল ptd.teletalk.com.bd.

আপনি কি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক ওয়েব সাইটে প্রবেশ করেছেন । আমরা এই সাইটে নিয়মিত চলমান সকল ডাক ও টেলিযোগাযোগ বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি। তাই আপনি যদি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে পারেন। এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে। সকল নিয়োগ পরীক্ষার সময়-সূচি প্রকাশিত হয়।

এক নজরে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি

 

প্রতিষ্ঠানের নাম ডাক ও টেলিযোগাযোগ বিভাগ (PTD)
নিয়োগ প্রকাশের তারিখ ০৫ এপ্রিল ২০২৪
পদের সংখ্যা ০৪ ক্যাটাগরিতে ১৬ টি
বয়সসীমা অফিশিয়াল নোটিশে দেখুন
শিক্ষাগত যোগ্যতা অফিশিয়াল নোটিশে দেখুন
চাকরির ধরন সরকারি
অফিসিয়াল ওয়েব সাইট ptd.gov.bd
আবেদনের মাধ্যম অনলাইনে
আমাদের ওয়েব সাইট www.sobchakri.com
নিয়োগ প্রকাশের সূত্র ptd.gov.bd
আবেদনের শুরু তারিখ ১৮ এপ্রিল ২০২৪
আবেদনের শেষ তারিখ ১৭ মে ২০২৪

PTD নিয়োগে আবেদন করার পদ্ধতিঃ

আপনি যদি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে ptd.teletalk.com.bd মাধ্যমে আবেদন করুন,আবেদনের লিংক নিচে আবেদন করুন বাটনে দেয়া আছে ওখানে ক্লিক করুন।

আবেদন করতে নিচের বাটনে ক্লিক করুন।

আবেদনের শুরু সময় : ১৮ এপ্রিল ২০২৪ তারিখ সকাল ১০ টা থেকে আবেদন করা যাবে।

আবেদনের শেষ সময় : ১৭ মে ২০২৪ তারিখ বিকেল ০৫ টা পর্যন্ত আবেদন করা যাবে।

বিজ্ঞপ্তি পিডিএফ ডাউনলোড করুন

যে সকল প্রার্থী অনলাইনে আবেদন করবেন প্রার্থী নিজের ছবি ও স্বাক্ষর জমা দিতে হবে| ছবি হতে হবে (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০ pixel) এবং স্বাক্ষর হতে হবে ( দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ  ৮০ pixel)  নির্ধারিত স্থানে স্ক্যান এর মাধ্যমে আপলোড করতে হবে| ছবির সাইজ হতে হবে সর্বোচ্চ 1000KB  এবং স্বাক্ষরের সাইজ হতে হবে সর্বোচ্চ 600KB.

ডাক ও টেলিযোগাযোগ বিভাগে নিয়োগ অফিসিল বিজ্ঞপ্তি ২০২৪

ডাক ও টেলিযোগাযোগ বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
ডাক ও টেলিযোগাযোগ বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ -2
ছবিঃ ptd.gov.bd /pdf

 

আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি:

SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদানের জন্য Online এ আবেদনপত্র (Application From)যথাযথ ভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং  স্বাক্ষর Upload করে আবেদন পত্র Submit  করা সম্পন্ন হলে কম্পিউটারের ছবিসহ Application Preview দেখাতে হবে | আবেদন পত্র Submit  করা সম্পন্ন প্রার্থী একটি User ID ,ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন| যদি Applicant’s Copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি( সম্পূর্ণ কালো/ সম্পূর্ণ সাদা/ সম্পূর্ণ ঘোলা) বা ছবি/ স্বাক্ষর  সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন| তবে আবেদন ফি জমা দানের পরে আর কোন পরিবর্তন/ পরিমার্জন/ পরিবর্তন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমা দানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s Copy তে  তার সম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর যুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF Copy  ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন প্রার্থী তার নিজের কাছে |

উক্ত Applicant’s Copy প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন | Applicant’s Copy একটি User ID  নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন  teletalk pre- paid Mobile ফোন নম্বরের মাধ্যমে 02 টি SMS  করে  ০১ নং এবং ০৩ ক্রমিকের জন্য  আবেদন ফি বাবদ  ২০০/- টাকা ও টেলিটকের সার্ভিস বাবদ ২৩/- টাকা মোট  ২২৩/- টাকা  জমা দিতে হবে  এবং ০৪ নং ক্রমিকের জন্য জন্য আবেদন ফি বাবদ ১০০/- টাকা টেলিটক সার্ভিস ফি বাবদ ১২/- টাকা মোট ১১২/- টাকা জমা দিতে হবে | টেলিটক নাম্বারে ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে |প্রার্থী তার আবেদন ফি জমা না দেয়া পর্যন্ত  অনলাইনে আবেদন পত্র কোনভাবেই গৃহীত হবে না.

 

SMS প্রেরণের নিয়মাবলী : 

 

  • প্রথম SMS : PTD <space> User ID লিখে Send  করতে হবে 16222  নম্বরে | 

Reply : Applicant’s Name, TK (Application fee ) will be charged as application fee . Your PIN is 12345678 .To pay fee  Type PTD<space>YES<space>PIN লিখে SEND  করতে হবে16222  নম্বরে।

  • দ্বিতীয় SMS : PTD<space>YES <space>PIN লিখে Send  করতে হবে 16222  নম্বরে                                                                                                          

Example: PTD YES 12345678

Reply : Congratulations Applicant’s Name,payment completed successfully for xxxx Application for xxxxxxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxxxxx) .

SMS পুনরুদ্ধার করার পদ্ধতি :

আপনি যদি কোন সমস্যার কারণে এসএমএস হারিয়ে ফেলেন তাহলে এই মাধ্যমে পুনরুদ্ধার করতে পারবেন |শুধুমাত্র টেলিটক প্রি- পেইড  মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্তী SMS  পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID ,Serial এবং PIN  পুনরুদ্ধার করতে পারবেন ( প্রযোজ্য ক্ষেত্রে) |

প্রথমে,User ID  জানা থাকলে PTD<space>Help <space>User <space> User ID & Send to 16222                                                                                                     

Example:PTD HELP  ABCDEF & send to 16222

PIN Number জানা থাকলে:PTD<space>Help <space>PIN <space> PIN no & send to 16222.

Example:PTD HELP PIN 12345678 & send to 16222.

প্রবেশপত্র ডাউনলোড:

প্রার্থী তার প্রবেশপত্রের প্রাপ্তির বিষয়টি  এই-http://ptd.teletalk.com.bd  ওয়েবসাইটের মাধ্যমে এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে( শুধু মাত্র গ্রহণযোগ্য প্রার্থীদের) সঠিক সময়ে জানিয়ে দেওয়া হবে|Online  আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষার সংক্রান্ত যাবতীয় তথ্য ও যোগাযোগ সম্পন্ন করা হবে , তাই অবশ্যই প্রার্থীর উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচ্ছল রাখতে হবে এবং SMS পড়া এবং প্রাপ্ত পদক্ষেপ বা নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করতে হবে| 

SMS ও প্রেরিত User ID এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম প্রার্থীর ছবি, পরীক্ষার তারিখ, সময়  ও কেন্দ্রের নাম,ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশ পত্র প্রার্থী প্রিন্ট করে নিজের কাছে সংরক্ষণ করবেন | কারন উক্ত প্রবেশপত্র টি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে | 

কর্তৃপক্ষ কর্তৃক নতুন যে কোন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়া মাত্রই নিয়োগ বিজ্ঞপ্তিটি আমাদের ওয়েবসাইটে আপডেট করে থাকি। আপডেট নতুন চাকরির খবর পেতে আমাদের সাথেই থাকুন। আপনি চাইলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার বন্ধু বান্ধব দের মাঝে শেয়ার করতে পারেন নিচে থাকা শেয়ার বাটন থেকে।

আরও পড়ুনঃ 

Leave a Comment